ঢাকা-গাইবান্ধার রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা-গাইবান্ধার রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৩:১৬:৫৯
ঢাকা-গাইবান্ধার রেল যোগাযোগ স্বাভাবিক
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+
রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকা অবরোধ তুলে নেয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ অবরোধ তুলে নেয়া হয়।
 
অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিন মোল্লা জানান, চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের বেশ কিছু জমি দখল করে সাওতাল অধিবাসী ও স্থানীয় কিছু ব্যক্তি বাড়িঘর নির্মাণ করেছেন।
 
এতে ১ সেপ্টেম্বর থেকে রোপণ মৌসুম শুরু হলেও রংপুর চিনিকল কর্তৃপক্ষ এখন পর্যন্ত খামারের ২০১৬-২০১৭ রোপণ মৌসুমের কাজ শুরু করতে পারেনি। দাবি আদায় না হলে এর চেয়েও বড় কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
 
বিবার্তা/নাজিম/রাহাত
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com