‘জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না’

‘জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না’
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৫:২২:৫৭
‘জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না’
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রকলিকাতায় মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা  বলেন।
 
আইজিপি বলেন, এদেশে জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে এদেশে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। তাই জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এছাড়া জঙ্গিবাদ দমনে আমরা আমেরিকার চেয়েও বেশি সফলতা পেয়েছি। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান। অন্যদিকে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব মুহাম্মদ নাজমুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/রোমান/পলাশ/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com