ভোলা শহরের কালী বাড়ি রোডে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হচ্ছেন- আল আমিন ও রাজিব।
স্থানীয়রা জানায়, কালী বাড়ি সড়কের আব্দুল গণি মিয়ার নির্মাণাধীন বাড়িতে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করছিল। আল আমিন নামের এক শ্রমিক নির্মাণাধীন সেপটিক ট্যাংকটির সেন্টারিংয়ের বাঁশ কাঠ খুলতে ভেতরে নামেন। তার কোনো সাড়া শব্দ না পেয়ে কিছুক্ষণ পর রাজিবও ওই ট্যাংকে নামেন।
পরে আশপাশের লোকজন আল আমিন ও রাজিবকে অচেতন অবস্থায় ট্যাংক থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/আমিন/রয়েল