জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে স্কুলের দ্বিতল ভবন উদ্বোধণ করেন।
পরে প্রতিমন্ত্রী পলক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রার শুরুতে স্কুলের ওয়েব সাইটে ‘তরুণরা গড়বে দেশ, শেখ হাসিনার নির্দেশ’ মেসের মাধ্যমে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা গর্বের বিষয়। প্রতিষ্ঠানটি জেলার শুধু শ্রেষ্ঠ প্রতিষ্ঠানই নয়, বরং বিশ্বের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে চলেছে। আর সব শিক্ষার্থীর হাতে স্মার্টফোনের কারণে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয়।
সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
বিবার্তা/সাইফুল/জেমি/কাফী