মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতটি বিষয়ের সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করেছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর ষোলশহরে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দলোন করেন তারা।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক’শ শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষাবোর্ডের সামনে ঝড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও তারা ‘সাতটি বিষয়ের সৃজনশীল মানি না’, ‘ছয়টির বেশি লিখবো না’ সহ বিভিন্ন ধরনের শ্লোগন দিতে থাকে। এসময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুনও ছিলো।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নগরীর জিইসি, ২নং গেইট, মুরাদপুর, বদ্দারহাটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে।
আন্দলোনরত নগরীর কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. সোহাইল জানান, যতদিন সাতটি সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। আমরা তো মানুষ রোবট নই। তাহলে আমাদের উপরে কেন এত অত্যাচার করা হচ্ছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, স্কুলের কয়েকশ শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করে আন্দোলন করে। তবে তারা সুষ্ঠুভাবে আন্দোলন শেষে বাসায় ফিরে যায়।
বিবার্তা/রাজু/পলাশ/রয়েল