নাটোরের হালসায় দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দোকানের সিন্দুকসহ বেশ কিছু স্বর্ণলংকারও উদ্ধার হয়েছে। শনিবার সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সন্দিপ কুমার করের ছেলে দিলীপ কুমার কর (৩৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোর সৈয়দপুর গ্রামের খবির সরদারের ছেলে সালাম হোসেন (৩৭), নাটোরের লালপুর উপজেলার আমীনপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফরেন আলী (৪২) ও সিংড়া উপজেলার চৌগ্রামের জসির ছেলে মজিবুর রহমান (৪০)।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গত বুধবার রাতে সদর উপজেলার হালসা বাজারের মৌসুমী ও জবেদা জুয়েলার্সে ডাকাতি হয়। ডাকতরা নগদ টাকা স্বর্ণলংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে গেলে দুই নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে মৌসুমী জুয়েলার্সের মালিক মজিদ শাহ ১১জনের নাম উল্লেখ করে সদর থানায় ডাকাতি মামলা করেন।
বিবার্তা/সাইফুল/পলাশ/কাফী