গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লালটেকী এলাকায় শারমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুল জব্বার হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লালটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিন উপজেলার লালটেকী এলাকার জব্বার হোসেনের স্ত্রী এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর আংগুটিয়া গ্রামের শাহজাহান সিকদারের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহতের স্বামী জব্বার হোসেন মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে ও শনিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী তাকে মারপিট করে অন্যত্র চলে যায়। পরে সকাল ১০টার দিকে শারমিনের লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে চার বছরের ছেলে শামীম চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শাহ্জাহান সিকদারের বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি আমার মেয়েকে হত্যা করা হয়েছে।’
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন। তবে তদন্তের পর বলা যাবে এটা হত্যা না কি আত্মহত্যা।
বিবার্তা/তুহিন/নিশি