পিরোজপুরের কাউখালী উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শনিবার কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে কাউকালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংস্থাটির সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আমরা প্রবীণদের সম্পর্কে খুবই অসচেতন, উদাসীন ও নিস্ক্রিয় থাকি। এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। আমরা যেন প্রবীণদের বোঝা মনে না করি। প্রবীণদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। তাদেরকে যথাযথভাবে দেখাশুনা করতে হবে। তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া রাষ্ট্র, পরিবার তথা সমাজের অবশ্যই কর্তব্য। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে প্রবীণদের একটু সময় দেই এবং তাদের পাশে থাকি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মো. কাওছার হোসেন, শাহ ইমরান ফারুখ ও প্রবীণ নরুল ইসলাম। পরে আগত প্রবীণদের মিষ্টি মুখ করিয়ে আপ্যায়ন করা হয়। প্রবীনদের চাহিদা মোতাবেক তাদের হাতে তুলে দেয়া হয় শুকনো খাবার।
বিবার্তা/বশির/পলাশ/রয়েল