মাতাল ছেলেকে পুলিশ আটক করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পল্লী চিকিৎসক সুশীল চৌধুরী (৫৫)। শনিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুশীল চৌধুরী উপজেলার কানুনগোপাড়া শিববাড়ির পাশের ভূবন মাস্টারের বাড়ির ভুবন দে ’র ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে জানান, শুক্রবার রাতে ছেলে শিপন চৌধুরী মাতলামীর দায়ে আটক হয়। শনিবার সকালে এ খবর শুনে তার পিতা সুশীল চৌধুরী হৃদরোগে আক্রান্ত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হাজীরহাট এলাকা থেকে মদ খেয়ে মাতলামী করার সময় ডা. সুশীল চৌধুরীর ছেলে শিপন চৌধুরীসহ নান্টু দত্তের ছেলে অভি দত্ত , কানুন দে’র ছেলে টিটন দে ও হারাধন দে’র ছেলে কাজল দে কে আটক করে পুলিশ।
পরে তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৪ ধারায় শনিবার আদালতের পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়লখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী।
বিবার্তা/রাজু /পলাশ/কাফী