গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় যমুনা গ্রুপের স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা উইভিং ও ফিনিশিং সেকশনসহ গুদামে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানান, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের শিফটে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, কালিয়াকৈর, জয়দেবপুর, ধামরাই, সাভারের ইপিজেড, টঙ্গী, মির্জাপুরসহ আশপাশের ফায়ারসার্ভিসের ফায়ারস্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বিবার্তা/তুহিন/নিশি