কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং ফায়ার সার্ভিসরে পক্ষ থেকে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ফায়ারসার্ভিসের পক্ষ থেকে উপ-পরিচালক মো. জহিরুল আমিন মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ফায়ারসার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রবিবার ভোর সাড়ে ৫টায় যমুনা গ্রুপের স্পিনিং কারখানা ও ডেনিমসের রিসাইক্লিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিবার্তা/তুহিন/নিশি
>> এখনো নেভেনি গাজীপুরের কারখানার আগুন
>> গাজীপুরে কারখানায় আগুন