প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান (এমপি) বলেছেন, সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আর তাই শিক্ষাক্ষেত্রে আজ আমূল পরিবর্তন এসেছে।
রবিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকায় আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার প্রাথমিক হাতিয়ার হিসেবে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আর তাই শিক্ষাক্ষেত্রে আজ আমূল পরিবর্তন এসেছে। সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে বলেও জানান তিনি।
স্কুল পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/নাজিম