শেরপুরের নালিতাবাড়ীর উপজেলা ভূমি অফিস সহকারী রহুল আমিনকে (৩৫) ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম। রবিবার দুপুরে রুহুল অমিনের কর্মস্থল থেকে ২০ হাজার টাকা ঘুষসহ তাকে আটক করা হয়।
দুদকের সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে দুদকের বিভাগীয় পরিচালক নাসির আনোয়ারের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে দুদকের টিম অভিযান পরিচালনা করেন। এ সময় অফিস সহকারি রহুল আমিন ২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও তার কাছ থেকে ৪৯ হাজার ৩১৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযোগকারী দিলুনী চিরান বলেন, খারিজ বাতিলের জন্য অফিস সহকারী রুহুল আমিন আমাকে আড়াই বছর ঘুরাচ্ছেন। এর আগেও আমার কাছে তিনি আরও ৬০ থেকে ৭০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, নালিতাবাড়ীতে দুদকের এই কার্যক্রমকে স্বাগত জানাই। আশা করি, এই কার্যক্রম অব্যহত থাকবে।
দুদকের বিভাগীয় পরিচালক নাসির আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত জানান, এ ঘটনায় দুদক বাদী হয়ে নালিতাবাড়ী থানার একটি মামলা করবে।
বিবার্তা/সানী/জেমি/নাজিম