পুষ্টিকর দেশীয় ফল সংরক্ষণ ও রাস্তার দুপাশের মাটি ভাঙ্গণ রোধে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে ১২ কিলোমিটার এলাকা জুড়ে তাল গাছের চারা রোপন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুরের রাস্তায় তাল গাছের চারা রোপন করা হয়। এর আগে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন কর্মসূচিটির উদ্বোধন করেন ।
এ সময় ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনসহ স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য ও কৃষকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাজু/পলাশ/নাজিম