ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ২০:১১:৫১
ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ঝিনাইদহ আদালতে মামলা হয়েছে।
 
অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন।বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান ঝিনাইদহ সদর থানার ওসিকে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন।
 
মামলার বাদী অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ২৫ সেপ্টেম্বর রাত ১০টার কিছু পরে ফেসবুকে ইংরেজিতে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে লিখেছিলেন, শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয় কারণ শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদরে রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এছাড়াও তিনি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে তা ফেসবুকে পোস্ট দেন।
 
বিবার্তা/কোরবান/পলাশ/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com