নেত্রকোনায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় এনায়েত উল্লাহ্ মঞ্জুর (৬৫) নামে পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে আটপাড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জু একই উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত মতাজউদ্দিনের ছেলে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নি সংযোগের অভিযোগ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ভাই আঞ্জুর বিরুদ্ধেও মামলা রয়েছে, আঞ্জুকে গ্রেফতার অভিযান চলছে।
সোমবার সকালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিবার্তা/ইফতি