শেখ হাসিনা বিশ্বজনীন নন্দিত নেত্রী: এম এ গনি

শেখ হাসিনা বিশ্বজনীন নন্দিত নেত্রী: এম এ গনি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:১১:৫৯
শেখ হাসিনা বিশ্বজনীন নন্দিত নেত্রী: এম এ গনি
বিদ্যুৎ বড়ুয়া, লন্ডন থেকে
প্রিন্ট অ-অ+
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেছেন, দেশ, উপমহাদেশ ও এশিয়ার সীমানা পেরিয়ে আমাদের নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা আজ বিশ্বজয়ী নন্দিত নেত্রী। একের পর এক পুরস্কার প্রাপ্তি শেখ হাসিনার অনন্য কীর্তির স্বীকৃতি। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ এবং সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ প্রাপ্তিতে মঙ্গলবার লন্ডনের ব্লু মুন হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত আনন্দ উৎসবে সভাপতির বক্তব্যে এম এ গনি এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, আগামী দিনে ভিশন ২০২১ ও ২০৪১  বাস্তবায়নে প্রবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ও শেখ হাসিনার বিশ্বস্ত সকল সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ হয়ে কাজ করতে হবে। 
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আবুল হাশেম বলেন, ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন। সেই নেতৃত্বে মুজিব আদর্শের সৈনিকদের লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে। 
 
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের শহিদুল হক, পর্তুগালের মহসিন হাবিব ভূঁইয়া, স্পেনের এস আই রবিন, রিজভী আলম, জাকির হোসেন  ডেনমার্কের জাহাঙ্গীর আলম, ইটালির রায়হান হাবিব, সুইডেনের আরেফ মাহবুব বেলজিয়ামের এম মোর্শেদ প্রমুখ।  
 
বিবার্তা/বিদ্যুৎ/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com