আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে টালিগঞ্জের অন্যতম নায়িকা শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম কী বুঝিনি’। ভারতীয় তারকানির্ভর এ ছবিটির প্রচারণায় রবিবার সকালে অথবা সোমবার ঢাকায় আসার কথা রয়েছে নায়িকার। বিবার্তাকে এমনটাই জানিয়েছেন শুভশ্রী।
শনিবার রাতে বির্বাতার সাথে আলাপকালে শুভশ্রী বলেন, ‘এখনো নিশ্চিত বলতে পারছি না কবে আসছি ঢাকা। হতে পারে রবিবার কিংবা সোমবার।’ তবে শুভশ্রীর এবারের সফর খুবই সংক্ষিপ্ত হবে। কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে ২৭ সেপ্টেম্বর ভারত ফিরবেন তিনি।
‘প্রেম কী বুঝিনি’তে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন পোর বাংলার নতুন নায়ক ওম। সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ পরিচালিত সিনেমাটির অন্যান্য চরিত্রে আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশিষ মুখার্জী, হাসান ইমাম ও রেবেকা। শুটিং হয়েছে ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশে। জাজ ও এসকে মুভিজের অন্যান্য সিনেমার মতো ‘প্রেম কী বুঝিনি’ও দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেক। চিত্রনাট্য করেছেন পেলে ভট্টাচার্য।
এর আগে আমি অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামের যৌথ প্রযোজনার সিনেমায় বাংলাদেশের সিনে পর্দায় দেখা যায় শুভশ্রীকে। তার বিপরীতে ছিলেন অঙ্কুশ। জাজের আরো দুই সিনেমায় শাকিব খান ও রোশানের বিপরীতে দেখা যাবে এ নায়িকাকে।
বিবার্তা/অভি/যুথি