হলিউডের ‘প্রিটি ওম্যান’ খ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অস্কারজয়ী এই তারকার অভিনয়ে মুগ্ধ সবাই। এবার নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ‘ফ্রেম্ড’ নামের ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
মূলত কেলি পিটার্স নামে একজনের জীবন নিয়ে ছবির গল্প এগিয়েছে। একটি স্কুলের পেরেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন কেলি। সে সময় এক ছেলের বাবা-মা তার গাড়িতে মাদক রেখে দিয়ে তাকে ‘ড্রাগ পজেশন’এর দায়ে ফাঁসিয়েছিলেন।
আর এই গোটা ঘটনা নিয়ে একটা বই লিখেছিলেন কেলি এবং স্যাম রুল। যার নাম ‘আই’ল গেট ইউ! ড্রাগ্স, লাইজ অ্যান্ড দ্য টেররাইজিং অফ আ পিটিএ মম’। সেই বই ভিত্তি করেই তৈরি হবে ছবি। কেলির ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে জুলিয়াকে।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে ৪৯ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী জানিয়েছেন, ‘সত্য ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ফ্রেম্ড ছবিটি। যার গল্প আমার মন ছুঁয়ে গেছে। তাও আবার প্রধান চরিত্রে আমি! তাই রীতিমত ছবিটিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।’
বিবার্তা/জাকিয়া/যুথি