আবারো অসুস্থ হয়ে হাসপাতালে তাকে ভর্তি রয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক আলম খান। রবিবার বিকালে রাজধানীর শমরিতা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।
তিনি জানান, আলম খান এখন শমরিতা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে অনেক সমস্যা দেখা দেওয়ায় রবিবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাস কষ্টের সমস্যা হচ্ছে তাই তাকে নেবুলাইজার দেয়া হয়েছে। বতর্মানে তিনি বেডে রয়েছেন। সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালে আলম খানের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপরে চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়া হয়। সেখানে তার ফুসফুসে অস্ত্রোপচার করার পরে কিছু দিন ভালো থাকলেও পরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও ২০১৫ সালে তার হৃদযন্ত্রে ধরা পড়া একটি ব্লকে রিং-ও পড়ানো হয়েছে।
১৯৪৪ সালে ২২ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আলম খান। তার আসল নাম খুরশিদ আলম খান হলেও তিনি সঙ্গীত অঙ্গনে আলম খান নামে পরিচিত। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। বতর্মানে তার বয়স ৭১ বছর।
বিবার্তা/জাকিয়া/যুথি