বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। অভিনয়ের পাশাপাশি তার রূপ এবং গুণেও মুগ্ধ সবাই। কারণ বলিউডের ‘যোগা আইকন’ তিনি। তাই তার ভক্তের সংখ্যাও অনেক বেশি। আর সেই সব ভক্তদের জন্য আজ রইলো প্রিয় নায়িকা সম্পর্কে কিছু অজানা তথ্য।
> ১৯৭৫ সালের ৮ জুন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠির জন্ম। তার পুরো নাম শিল্পা শেঠী কুন্দ্রা।
> ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় শিল্পার অভিষেক ঘটে।
> একাধারে তিনি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
> শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন।
> ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।
> অভিনেত্রী শিল্পা শেঠির প্রথম প্রেম অক্ষয় কুমার। কিন্তু কোনো এক বিশেষ কারণে তাদের ভালোবাসা চূড়ান্ত পরিণতি পায়নি।
> পরে শিল্পার বিয়ে হয় লন্ডনবাসী গহনা টাইকুন রাজ কুন্দ্রার সাথে। কিন্তু দৈবক্রমে হলেও এটিই সত্যি যে, অক্ষয় আর রাজ দুজনেরই জন্মদিন একই দিনে।
> শোনা যায়, আগে অক্ষয়ের জন্মদিনে শিল্পা যে রেস্তোরাঁয় খেতে যেতেন, রাজের জন্মদিনেও তিনি একই রেস্তোরাঁয় খেতে যান।
বিবার্তা/জাকিয়া/যুথি