প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। টাইগার মিডিয়ার প্রযোজনায় ‘বখাটে’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। এতে টয়ার সাথে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ।
এ প্রসঙ্গে টয়া বলেন, ‘এর আগে সিয়ামের সাথে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। তবে স্বল্পদৈর্ঘ্য ছবিতে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছি। এখানে আমাকে স্কুলপড়ুয়া আর সিয়ামকে পাড়ার বখাটে ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’
স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন স্বরাজ। এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ২ অক্টোবর থেকে। প্রিয়াংকা শুটিং হাউজসহ বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ ফিট সড়ক সংলগ্ন এলাকায় ‘বখাটে’র শুটিং করা হবে। দুই দিনেই এর শুটিং সম্পন্ন হবে।
বিবার্তা/জাকিয়া/যুথি