দীর্ঘ অভিনয় জীবনে মাত্র তিনটি সিনেমায় কাজ করেছেন শিল্পী সরকার অপু। কেন এতো কম এমন প্রশ্ন করতেই শিল্পী সরকারের স্পষ্ট জবাব ছিলো, ‘যেসব সিনেমাতে কাজ করার জন্য প্রস্তাব আসে তা যদি ভালো না লাগে, তাহলে জোর করে তো কাজ করার মানসিকতা আমার নেই। তাই চলচ্চিত্রে আমার কাজ করা হয়েছে খুব কম। আমি নাটকের মানুষ। নাটকেই আমি আমার সাচ্ছন্দ্যতা খুঁজে পাই। নাটকে অভিনয় করতেই আমার বেশি ভালোলাগে। তবুও মাঝে মাঝে যখন ভালো গল্প, ভালো চরিত্র পাই কাজ করি। যেমন দুটি নতুন সিনেমায় কাজ করেছি। এগুলো দর্শকের ভালোলাগবে।’
তিনি জানান, নতুন দুটি সিনেমায় কাজ করছেন। একটি অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ও অন্যটি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। ভয়ংকর সুন্দরের কাজ শেষ। ‘স্বপ্নজাল’সিনেমার শুটিং অক্টোবরে কলকাতায় শেষ হবে। এতে তিনি চিত্রনায়িকা পরীমনির মায়ের ভূমিকায় অভিনয় করছেন। আর এতে পরীমনির বিপরীতে যে নায়ক অভিনয় করছেন তিনি অপুর ছেলে। নাম ইয়াশ রোহান।এর আগে আবু সাইয়ীদের নির্দেশনায় অপু ‘নিরন্তর’সিনেমায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন।
এদিকে শিল্পী সরকার অপু বর্তমানে দিনাজপুরে আছেন। সেখানে তিনি নজরুল ইসলাম রাজু পরিচালিত নতুন ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’তে তারিন ও তৃষার মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
পাশাপাশি সৈয়দ শাকিলের ‘সম্রাট’, গোলাম সোহরাব দোদুলের ‘সংসার’, মোস্তফা মননের ‘পালকী’, মাতিয়া বানু শুকুর ‘আগুন আল্পনা’সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
অপু অভিনীত প্রথম নাটক ছিলো আতিকুল হক চৌধুরী প্রযোজিত ‘সুখের উপমা’। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো মুস্তাফিজুর রহমান প্রযোজিত ‘এইসব দিনরাত্রি’। তার লেখা নরেশ ভূঁইয়ার রচিত ‘দয়িতা’ নাটকটি বেশ আলোচিত। এতে অভিনয় করেছিলেন অপি করিম, শ্রাবস্তী সরকার তিন্নী ও আনিসুর রহমান মিলন।
বিবার্তা/অভি/মৌসুমী