শহরের নতুন নায়িকা!

শহরের নতুন নায়িকা!
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২০:৩৪
শহরের নতুন নায়িকা!
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+
বাংলাদেশের রাজধানী ঢাকা। অনেক নামেই পরিচিত এই শহর। এই শহরেই বসবাস করেন শবনম, সুচন্দা, কবরী, ববিতা, রোজিনা, অরুনা, চম্পা, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, মাহি, পরীমণি, ববিসহ আরো বেশ কয়েকজন নায়িকা। নায়িকার এই শহরে কাল থেকে ঘোষণা দিয়েই রূপালী পর্দায় আগমন ঘটছে আরেক নায়িকার। নাম নাবিলা। পুরো নাম তার মাসুমা রহমান নাবিলা।
 
এর আগে যাদের নাম নায়িকা হিসেবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তারা নিজ নিজ নামে দর্শকের কাছে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত। নিজ নামেই যেন দর্শকের কাছে তারা একেকজন একটি প্রতিষ্ঠান। হয়তো বা কাল থেকে নাবিলাও সেই প্রতিষ্ঠানের খাতায় নাম লেখাতে পারবেন। 
 
‘আয়নাবাজি’র সাফল্যের উপর তা নির্ভর করছে। অমিতাভ রেজা পরিচালিত সিনেমাটি শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে অভিনয় করছেন নাবিলা। উপস্থাপিকা হিসেবে দর্শকরা তাকে এতদিন ছোট পর্দা আর মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে দেখে আসলেও এবার টিকিট কেটে বড় পর্দায় দেখবেন। আয়নাবাজি’তে নাবিলার চরিত্রের নাম হৃদি। বর্তমানে ছবিটির নানান প্রচার-প্রচারণা নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। 
 
উল্লেখ্য, নাবিলার জন্ম সৌদি আরবের জেদ্দা শহরে। সেখানে তিনি ১৫ বছর বয়স পর্যন্ত ছিলেন। মূলত বাবার চাকরির সুবাদে জেদ্দায় থাকা হয়েছিল তার। জেদ্দা শহরের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছিলেন নাবিলা। এরপর ২০০০ সালে দেশে ফিরে এসে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। এছাড়া তিনি রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়  থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 
শোবিজে নানা ক্ষেত্র থাকলেও নাবিলা বেছে নেন উপস্থাপনা। শুরুটা হয়েছিল বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানের মাধ্যমে। এটা ছিল ২০০৬ সালের ঘটনা। এরপর টেলিভিশনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানসহ ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট’ ও ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’-এর মতো বিশ্ব মাতানো আসরগুলোতে নাবিলা উপস্থাপনা করেছেন। 
 
সফল উপস্থাপনার পাশাপাশি এ পর্দাকন্যা সার্ফ ব্লেড, ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি, মেরিল লিপ কেয়ার, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এরমধ্যে তার উপস্থাপনায় অন্যতম অনুষ্ঠান হচ্ছে চ্যানেল আইয়ের ‘সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ’। এ অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করছেন নাবিলা।
 
বিবার্তা/অভি/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com