ঈদের পর পূবাইলের কোনো শুটিং লোকেশনে আজকেই আমার প্রথম যাওয়া। পূর্ব থেকেই জানা ছিলো, সেখানে আজ বিভিন্ন শুটিং হাউজে শুটিং করছেন নির্মাতা সালাহ উদ্দিন লাভলু, আমিরুল ইসলাম অরুন, অরণ্য আনোয়ার ও সকাল আহমেদ।
চারজনই চারটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সারাদিন। শুরুতেই আমি দুপুর আড়াইটার দিকে সকাল আহমেদ পরিচালিত এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাবুই পাখির বাসা’ নাটকের শুটিং লোকেশনে পৌঁছাই। সেখানে আজ শিল্পী’র সংখ্যা কম হলেও যারা অভিনয় করছিলেন তারা হচ্ছেন অর্ষা, এবং এই ধারাবাহিকের নতুন সংযোজন স্নিগ্ধা শ্রাবণ।
অর্ষা এই ধারাবাহিকে অভিনয় করছেন প্রেরণা চরিত্রে। তার বিপরীতে নাটকটিতে অভিনয় করছেন শ্যামল মাওলা। হিন্দোল রায় অভিনয় করছেন সুলতান চরিত্রে এবং নতুন চরিত্র সুরভীতে অভিনয় করছেন স্নিগ্ধা শ্রাবণ।
পরিচালক সকাল আহমেদ দিনের আলোতে দৃশ্য ধারণ নিয়ে তখন ভীষণ ব্যস্ত। বেলা তখন ৩.১০ মিনিট। মধ্যাহ্ন ভোজের বিরতি দিলেন সকাল আহমেদ। খাবার টেবিলে বসেই কথা হয় ধারাবাহিক নাটকটি নিয়ে।
সকাল আহমেদ বলেন, আজ থেকে প্রায় দুই মাস আগে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে এটিএন বাংলায়। শুরু থেকেই নাটকটির প্রচারের জন্য বেশ সাড়া পাচ্ছি। এর গল্প লিখেছেন কাজী শাহেদুল ইসলাম। নাটকের প্রতিটি চরিত্রই দর্শকের মনে গেঁথে যাবার মতো। যারা অভিনয় করছেন যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করছেন।
আজ যারা অভিনয় করছেন যেমন অর্ষা, হিন্দোল দাদা এবং আমার নাটকের নতুন শিল্পী স্নিগ্ধা শ্রাবণ। সবাই খুব ভালো অভিনয় করছেন।
অর্ষা বলেন, সকাল ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তারসঙ্গে আমার সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো। তাই কাজ করার সময় স্বাধীনভাবে বেশ আন্তরিকতা নিয়েই আমি কাজ করি। সকাল ভাইয়ের নির্দেশনায় কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো কিছুর জন্যই চাপ নিতে হয় না। খুব পরিপাটি একটি ইউনিট।
হিন্দোল রায় বলেন, এ নাটকে আমার চরিত্রটি নাটকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন একটি চরিত্রে আমাকে কাস্ট করার জন্য সকাল আহমেদের প্রতি আমি কৃতজ্ঞ।
স্নিগ্ধা শ্রাবণ বলেন, সকাল ভাইয়ের নির্দেশনায় এটাই আমার প্রথম ধারাবাহিক নাটক। সকাল ভাইয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমার প্রতি তার আত্মবিশ্বাস আমাকে চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে আরো বেশি উদ্বুদ্ধ করেছে। আমার বিশ্বাস আমার অভিনীত পর্বগুলো প্রচারে এলে দর্শকের কাছে তা বেশ ভালো লাগবে।
পরিচালক সকাল আহমেদসহ অভিনয়শিল্পীদের সঙ্গে গল্প করার পর্ব যেমন শেষ হয়ে আসে ঠিক তেমনি মধ্যাহ্ন ভোজও শেষ হয়ে আসে। আবার ক্যামেরার সামেন দাঁড়ান শিল্পীরা। আমিও ছুটি নেই সালাহ উদ্দিন লাভলুর সেটে যাবার জন্য। সে গল্প না হয় পাঠককে শুনাবো আরেকদিন। শেষ করার আগে বলে যেতে চাই, সকাল আহমেদ পরিচালিত ‘বাবুই পাখির বাসা’ ধারাবাহিক নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার এটিএন বাংলায় রাত ৮.৪০ মিনিটে প্রচার হয়।
বিবার্তা/রোকন/কাফী