সিলেট শহরের ঈদগাহ সংশ্লিষ্ট একটি কনভেনশন আজ শুক্রবার সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ। সেই উদ্দেশ্যে দুপুর ১টার ফ্লাইটে সিলেটে গেছেন তিনি। সেখানে শো শেষে রাত যাপন করে শনিবার সকালে ঢাকায় ফিরবেন।
এদিকে টানা একমাসে তিনটি মহাদেশ আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ছয়টি শো করে গত মঙ্গলবার ঢাকায় ফিরেছেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। সংক্ষিপ্ত সময়ে তিনটি মহাদেশে ছয়টি শো করা তার জীবনের স্মরণীয় ঘটনা বলেই অভিহিত করেছেন কুমার বিশ্বজিৎ।
এর আগে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় ভিন্ন ভিন্ন সময়ে শো করলেও মাত্র একমাসে তিনটি মহাদেশে ছয়টি শো তার সঙ্গীত জীবনের রেকর্ড হিসেবেও বিবেচনা করেন তিনি। কুমার বিশ্বজিৎ এই শোগুলোতে নতুন প্রজন্মের শ্রোতাদের তার গানের দিকে আনতে পেরেছেন বলেও জানান।
তিনি আরও জানান. নতুন প্রজন্মের শ্রোতারা তার গান বেশ আগ্রহ নিয়েই উপভোগ করেন। শুধু তাই নয়, শ্রোতারা কুমার বিশ্বজিৎকে তার গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গাওয়ার অনুরোধের পাশাপাশি সম্প্রতি বাজারে আসা মিউজিক্যাল মুভি ‘সারাংশে তুমি’র ‘সাম্পানে বাঁধিবো ঘর’ ও ‘সুযোগ পেলে’ গান দুটি গাইবার জন্যও বিশেষ অনুরোধ করেন।
বিবার্তা/অভি/প্লাবন