আগামী ২২ অক্টোবর মুক্তি পাচ্ছে ঢালিউডের জনপ্রিয় মুখ ববির ‘ওয়ান ওয়ে’ ছবিটি। অনেক আগেই ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির শুটিং শেষ হয়েছে। গত ঈদুল আজহায় সারাদেশে মুক্তি দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে ছিটকে পরে ছবিটি। কয়েক দফা পেছানোর পর অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে হলের সংখ্যা তুলনামূলক অনেক কম। এক সঙ্গে চার-পাঁচটি ছবি মুক্তি দেয়া সম্ভব নয়। তাই মুক্তির তারিখ পিছিয়ে ২২ অক্টোবর করা হয়।’
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’-এর ব্যানারে নির্মিত এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি সাহা ও আনিসুর রহমান মিলন।
‘ওয়ান ওয়ে’ ছবির গল্পে দেখা যাবে গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করেন মিলন, বাবু ও বাপ্পি। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যান মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হন মিলন ও বাবু। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বাপ্পি। তার অভিযানে যোগ দেয় ববি। কিন্তু জানা যায় ববি আসলে প্রথম গডফাদারের মেয়ে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করছেন অদিত। এর নৃত্য পরিচালনা করছেন তানজিল।
বিবার্তা/অভি/প্লাবন