লুইপার কণ্ঠে বিশ্বকবির গান...

লুইপার কণ্ঠে বিশ্বকবির গান...
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৭:১০
লুইপার কণ্ঠে বিশ্বকবির গান...
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+
একটু একটু করে গানের নানান শাখায় সফল বিচরণ ঘটছে তার। তিনি বগুড়ার কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ক’দিন আগেও একজন সাধারণ মানুষ ছিলেন তিনি। কিন্তু বিগত বেশ কয়েকবছর যাবত গানে গানে শ্রোতা দর্শকদের মুগ্ধ করার কারণে তিনি হয়ে উঠছেন সবার প্রিয় একজন শিল্পী। তাই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লাইভ শো’তে লুইপাকে যেমন সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় অনুরূপভাবে দেশের নানান জেলা, উপজেলা, গ্রামাঞ্চলে লুইপার সুরেলা কন্ঠের আওয়াজ পাওয়া যায় নানান সময়ে। আর এমনি করেই একটু একটু করে লুইপা হয়ে উঠছেন একজন নির্ভরযোগ্য কন্ঠশিল্পী। 
 
গত বছর বাজারে আসে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী লুইপার একক অ্যালবাম ‘ছায়াবাজি’। অ্যালবামের প্রায় প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এই অ্যালবামের ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। বেড়ে যায় শিল্পী হিসেবেও লুইপার কাজের ব্যস্ততা। স্টেজ শো, টিভি শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেন তিনি। এই সময়ে এসেও সেই ধারাবাহিকতা চলছে। ‘ছায়াবাজি’ আধুনিক গানের অ্যালবাম ছিলো। 
 
এবার লুইপার কন্ঠে তার শ্রোতা ভক্তরা রবীন্দ্র সঙ্গীত শুনতে পাবেন। মোট ছয়টি গান নিয়ে চলতি বছরের শেষপ্রান্তেই বাজারে আসছে লুইপার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। অ্যালবামটির উদ্যোক্তা অজয় মিশ্র। 
 
রবীন্দ্র সঙ্গীত গাওয়া নিয়ে লুইপা বলেন, ‘মূলত অজয় মিশ্র দাদার আগ্রহে এবং উদ্যোগেই রবীন্দ্র সঙ্গীত গাওয়া। তিনিই প্রথম আমাকে এবং নির্ঝর চৌধুরী ভাইয়াকে দিয়ে আমার মন মানে না গানটির রেকর্ড করান। গান শুনে অজয় দাদার ভালো লাগায় তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের একটি অ্যালবামের আগ্রহ প্রকাশ করেন। তাই এই অ্যালবামটিতে আমি অজয় দাদা এবং নির্ঝর ভাইয়ার সঙ্গে গান গাইছি। এরইমধ্যে দুটি গানের রেকর্ডিং শেষ। খুব ভালো হয়েছে অজয় দাদার সঙ্গীতায়োজন। আমার ভীষণ ভালো লেগেছে গাইতে।’  
 
লুইপা জানান অজয় মিশ্র’র সঙ্গে তিনি ‘দিবসও রজনী’ গানটি গেয়েছেন। শিগগিরই আরো ছয়টি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হবে। 
 
এদিকে গতকাল মুনের কথা, সুর সঙ্গীতে নতুন আধুনিক গান ‘হৃদয়ও নিবিড়ে সে লকুায়’ গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন লুইপা। লুইপা, অজয় মিশ্র ও নির্ঝর চৌধুরীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামটি ‘লেজার ভিশন’ থেকে বাজারে আসার সম্ভাবনা আছে বলে জানান লুইপা। 
 
এদিকে একটি স্যাটেলাইট চ্যানেলের ‘সুরে সুরে গানে গানে’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। সৈয়দ শামসুল হকের গান নিয়ে গত বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে ‘গানে গানে সকাল শুরু’তে সঙ্গীত পরিবেশন করেন লুইপা। গত বৃহস্পতিবার রাতে ‘ঢাকা ক্লাব’-এ সঙ্গীত পরিবেশন করেন তিনি। সবমিলিয়ে গানে বেশ ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী লুইপা।
 
বিবার্তা/অভি/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com