২০০৩ সালে ‘তেরে নাম’ ছবিতে ‘দাবাং’ খ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল তেলেগু ছবির জনপ্রিয় নায়িকা ভূমিকা চাওলার। এরপর ২০০৭ সালে মুক্তি পায় তার অভিনীত ‘গান্ধী, মাই ফাদার’। এরপর কেটে গেছে ৯টি বছর। দীর্ঘ ৯ বছর পর আবারো বলিউডের পর্দায় ফিরলেন এই নায়িকা।
নিরাজ পান্ডে পরিচালিত ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে দেখা যাবে তাকে। এতে নাম ভূমিকায় আছেন সুশান্ত সিং রাজপুত। আর ভূমিকা অভিনয় করেছেন ধোনির বোন জয়ন্তী চরিত্রে। পরিচালকের গবেষণা অবলম্বনে ছবিটিতে অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এ প্রসঙ্গে ভূমিকা জানান, ‘ভারতের সবচেয়ে সফল অধিনায়কের ব্যক্তিজীবন সম্পর্কে জানার আগ্রহ সবার মধ্যেই থাকে। কারণ গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। ছবিটিতে কাজ করতে ধোনির সম্পর্কে যা কিছু জেনেছি তা আগে জানতাম না। আমি নিশ্চিত, তার ব্যক্তিজীবন নিয়ে বেশিরভাগ মানুষ খুব বেশি জানে না। এই গল্প জানা আমাদের সবারই প্রাপ্য। এটা অনুপ্রাণিত হওয়ার মতোই কাহিনী।’
দীর্ঘদিনের প্রেমিক ভরত ঠাকুরের সাথে ২০০৭ সালের ২১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভূমিকা। এরপর স্বামী, সন্তান আর সংসারেই সময় দিয়েছেন ভূমিকা। তার পুত্রের বয়স দুই বছর। তবে ব্যক্তিজীবনের কারণে তিনি বলিউডে অভিনয় করেননি। তবে দক্ষিণী ছবিতে টুকটাক কাজ করেছেন।
বিবার্তা/জাকিয়া/যুথি