লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খান ‘বনের পাখি মনে’শীর্ষক গানটি সুইজারল্যান্ডের বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যায়নে মিউজিক ভিডিও করার উদ্যোগ নিয়েছেন। আগামী নভেম্বরের যেকোনো সপ্তাহে সুইজারল্যান্ডে গানটির শুটিং করা হবে বলে দিলরুবা জানিয়েছেন।
এ প্রসঙ্গে দিলরুবা খান বলেন, মিউজিক ভিডিওর শুটিং দেশের বাইরে হলেও আমার ভিডিওফুটেজ স্টুডিও ভার্সনটা দেশেই চিত্রায়িত হবে।’
প্রসঙ্গত, অ্যালবামের পাশাপাশি স্টেজেও সমানতালে গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় চলতি মাসের ১০তারিখ অস্ট্রেলিয়া থেকে সফলভাবে শো শেষ করে দেশে ফিরেছেন। এই সময়ের নবীন সঙ্গীত পরিচালক বা গীতিকারদের সঙ্গে কাজ করছেন।
গানে নতুনরা এখন কেমন করছে এ প্রসঙ্গে জানতে চাইলে দিলরুবা খান বলেন, নতুনরা অনেক মেধাবী। তাদের সুরে এবং গানের কথায় নতুনত্ব আছে। তাই তাদের সুরে ও কথায় গান করে আমার খুব ভালো লাগছে।
তিনি আরো জানান, বনের ‘পাখি মনে’ অ্যালবামটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন। অডিও প্রযোজকদের কাছ থেকে নতুন আধুনিক গানের অ্যালবাম করার প্রস্তাব আসছে। এ বিষয়টা আমি খুব উপভোগ করছি। কারণ সারাজীবন লোকগান গাইলেও আধুনিক গানেই শ্রোতারা আমাকে ভালোভাবে গ্রহণ করছেন। তাছাড়া আমরা লোকশিল্পীরা যেসব ধরনের গান গাইতে পারি তা শ্রোতারা এখন আরও বেশি অবগত হচ্ছেন। সামনে শীতেরসময়, শীতকালে দেশের বাইরে শো করার বিষয়ে কথা চলছে।
বিবার্তা/অভি/মৌসুমী