চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ বিজরীর, তবে...

চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ বিজরীর, তবে...
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৮:৫৭:১৭
চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ বিজরীর, তবে...
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+
গুনী অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল বিজরী বরকত উল্লাহর চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহ রয়েছে। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই বিজরী চলচ্চিত্রে অভিনয়ের অসংখ্য প্রস্তাব পেয়েছেন। কিন্তু চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’সিনেমায় দুটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে। 
 
হঠাৎ এই চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে বিজরী বলেন, ‘অমিতাভ রেজা আমাদের পারিবারিক বন্ধুই বলা চলে। তার নির্দেশনাতে আমি কাজও করেছি, দিনারও কাজ করেছে। আয়নাবাজির গল্পটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। যেহেতু অমিতাভ আমাদের খুব ভালো একজন বন্ধু তাই তাকে উৎসাহ দিতেই অতিথি চরিত্রে অভিনয় করা। আমি দুটি দৃশ্যে অভিনয় করেছি। তবে দুটো দৃশ্য চলচ্চিত্রটির জন্য গুরুত্বপূর্ণ তেমন কিছু নয়। সত্যি বলতে কী অমিতাভ চেয়েছিলো তার প্রিয় প্রিয় মানুষেরা চলচ্চিত্রটির সাথে সম্পৃক্ত থাকুক এবং আমি বা আমরা সবাই তাকে অনুপ্রেরণা দিতেই নিজেদের উপস্থিতি রেখেছি। আয়নাবাজি দেখেছি প্রথমদিনেই সকালের শোতে। এটি আসলে বাংলাদেশের সিনেমা। এদেশের মাটি, মানুষেরই সিনেমা।’ 
চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ বিজরীর, তবে...
তবে কী আগামীতে চলচ্চিত্রে আপনাকে দেখা যেতে পারে? এমন প্রশ্নের জবাবে বিজরী বলেন, ‘আমি কিন্তু অসংখ্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করিনি। আমার মনে হয়, সবকিছু করতে হবে এমন নয়। আবার আরেকটি বিষয় যে চলচ্চিত্রটির গল্প, চরিত্র শুধুই বাংলাদেশের এবং কাজ করার পরিবেশটি আমার পরিচিত, বিশ্বস্থ, আস্থার এমন হলে সেখানেই কাজ করার আগ্রহ আছে। আমি বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে চাই, যার সবকিছুই বাংলাদেশের।’ 
 
এদিকে গত ঈদে তৌকীর আহমেদ, জয়ন্ত রাজ, তুহিন হোসেনের নির্দেশনায় ঈদ নাটকে অভিনয় করেছেন বিজরী। তবে ঈদের পর দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। দুটি ধারাবাহিকই নির্মাণ করছেণ সকাল আহমেদ। একটি এটিএন বাংলায় প্রচার চলতি ‘বাবুই পাখির বাসা’এবং অন্যটি প্রচারের অপেক্ষায় ‘দ্বিতীয় কুসুম’। ‘বাবুই পাখির বাসা’রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম এবং ‘দ্বিতীয় কুসুম’রচনা করেছেন শাহী। 
 
এদিকে ঈদ উল ফিতরের আগে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন বিজরী। কিসলুর নির্দেশনায় ‘গ্ল্যাক্সুজ ডি’র বিজ্ঞাপনে দেখা যায় তাকে। 
 
বিবার্তা/অভি/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com