পোস্টমর্টেম

পোস্টমর্টেম
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৬, ২১:৪৫:০১
পোস্টমর্টেম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দেখলে তো! ছুঁয়ে, ছেনে, পিষে
অতঃপর ছুরির ফলার তলে কেটে!
কি পেলে অবশেষে!
আমি তো বিছিয়ে দিয়েছি শরীর!
নাও! যতখুশি করো নীলচাষ!
তোমার সুতীব্র কামনার আগুনে তবে
পোড়াও আমায়! অতঃপর ঢেলে দাও বিষ!
এবার কি করবে! কবরে শোয়াও!
মেটে নি কি সাধ! পুরলো না আশ?
আবার উঠাও আমায়! আবার উঠাও!
আবার ছুঁয়ে ছেনে দেখো!
নীলকণ্ঠ ছুঁয়েছে যখন আর কিসে ভয়!
কি পেলে এবার! আর কিছু অবশিষ্ট নাই!
আমাকে নিয়েছে টেনে কোমল জমিন
আর কি তা ধরাছোঁয়া যায়!
শরীর ছুঁয়েছো ঠিক, ছিঁড়েখুঁড়ে করেছো যখম
ঘৃণার দাবাগ্নি জ্বলে বুকে, কখনও লাগে নি কি আঁচ?
একবারও পোড়ে নি কি কঠিন হৃদয়!
কি খোঁজো এ শরীরের ভাঁজে? কি খোঁজ?
সুখ! পেঁজা পেঁজা শান্তির মেঘ!
পাবে না! অত অল্পে ধরা সে দেবে না কোনোদিন!
তুমি বরং শরীর ছুঁয়ে, ছেনে যাও
দিবানিশি করো নীলচাষ!
আমার এ অস্তিত্ব মিশে যাক শূন্য শূন্য বায়
আস্তাকুঁড়ের গন্ধ মেখে তুমি বরং শকুনের জীবন কাটাও!
মেটে না কি পিপাসা তবু!
ঘোচে না কি কাঁচা মাংসের নেশা!
এবার তবে নষ্টা বলে প্রচার করে দাও, দাও!
কত আর বলি হবো বলো! 
আর কত নীলের আবাদ সইবে এ শরীর!
তুমি থাকো তবু সেই ঘৃণ্য নীলকর!
 
শিল্পী নাজনিনের ফেসবুক থেকে
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com