দেখলে তো! ছুঁয়ে, ছেনে, পিষে
অতঃপর ছুরির ফলার তলে কেটে!
কি পেলে অবশেষে!
আমি তো বিছিয়ে দিয়েছি শরীর!
নাও! যতখুশি করো নীলচাষ!
তোমার সুতীব্র কামনার আগুনে তবে
পোড়াও আমায়! অতঃপর ঢেলে দাও বিষ!
এবার কি করবে! কবরে শোয়াও!
মেটে নি কি সাধ! পুরলো না আশ?
আবার উঠাও আমায়! আবার উঠাও!
আবার ছুঁয়ে ছেনে দেখো!
নীলকণ্ঠ ছুঁয়েছে যখন আর কিসে ভয়!
কি পেলে এবার! আর কিছু অবশিষ্ট নাই!
আমাকে নিয়েছে টেনে কোমল জমিন
আর কি তা ধরাছোঁয়া যায়!
শরীর ছুঁয়েছো ঠিক, ছিঁড়েখুঁড়ে করেছো যখম
ঘৃণার দাবাগ্নি জ্বলে বুকে, কখনও লাগে নি কি আঁচ?
একবারও পোড়ে নি কি কঠিন হৃদয়!
কি খোঁজো এ শরীরের ভাঁজে? কি খোঁজ?
সুখ! পেঁজা পেঁজা শান্তির মেঘ!
পাবে না! অত অল্পে ধরা সে দেবে না কোনোদিন!
তুমি বরং শরীর ছুঁয়ে, ছেনে যাও
দিবানিশি করো নীলচাষ!
আমার এ অস্তিত্ব মিশে যাক শূন্য শূন্য বায়
আস্তাকুঁড়ের গন্ধ মেখে তুমি বরং শকুনের জীবন কাটাও!
মেটে না কি পিপাসা তবু!
ঘোচে না কি কাঁচা মাংসের নেশা!
এবার তবে নষ্টা বলে প্রচার করে দাও, দাও!
কত আর বলি হবো বলো!
আর কত নীলের আবাদ সইবে এ শরীর!
তুমি থাকো তবু সেই ঘৃণ্য নীলকর!
শিল্পী নাজনিনের ফেসবুক থেকে
বিবার্তা/মহসিন