লাইক শেয়ারের জন্য আমি লিখি না, তাই প্রচুর তিক্ত কথা বলি। আজও কঠোর ভাষায় কয়েকটা কথা বলি। কী খান, কোথায় যান সেসবের বর্ণনা ছবি সেলফি আর নিজের ব্যক্তিগত সব বিষয় নিয়ে যারা সারাক্ষণ ফেসবুকে বা অন্য কোথাও সরব থাকেন; যারা শুধু নিজের স্বার্থ ভাবেন তাদের বলি বলেন তো, কেন আপনি মানুষ? মানুষ হিসেবে যদি নিজের স্বার্থের বাইরে আরেকজনের কথা ভাবতে না পারেন তাহলে পশুর সাথে আপনার জীবনের পার্থক্য কোথায়? খাওয়া, পরা, সন্তান জন্ম দেয়া, বড় করা এগুলোর সবই প্রাণীরা করে, হোক সে দুই পেয়ো কিংবা চারপায়ের।
আচ্ছা, ভাবুন তো পশুরা যা যা করে তার বাইরে এমন কী আপনি করেন যে কারণে আপনাকে মানুষ বলা যায়? উত্তর পেলে ভালো আর না পেলে অনুরোধ, আপনার আশপাশের মানুষ-সমাজ-রাষ্ট্র-দেশ দুনিয়া নিয়েও একটু ভাবুন। সেসব নিয়েও লিখুন, প্রতিবাদ করুন, প্রতিকারের উপায় ভাবুন. মানুষের পাশে দাঁড়ান।
নিজেরটার পাশাপাশি অপর মানুষের জন্যও যদি ভাবতে না পারেন, কিছু করার চেষ্টা না করেন, তাহলে মানবজনমই যে বৃথা। সবার প্রতি অনুরোধ পশুর জীবন থেকে বেরিয়ে একবার মানুষের জীবনটাও যাপন করে দেখুন। দেখবেন এর চেয়ে বেশি আনন্দ আর কোথাও নাই।
শরীফুল হাসানের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী