-হাতে একটা কাচের গ্লাস নাও।
-হ্যাঁ নিয়েছি।
-কাচের গ্লাসটা মাটিতে ছুড়ে মারো।
-হ্যাঁ মেরাছি।
-গ্লাসটি কি ভেঙ্গেছে?
-হ্যাঁ ভেঙ্গেছে।
-এইবার ভাঙ্গা গ্লাসটিকে বল Sorry!
-হ্যাঁ বলেছি।
-গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে?
-না!
-কিছু কি বুঝতে পেরেছেন? .
(মানুষের মনে কষ্ট দিয়ে পরে Sorry বললেই সেই কষ্ট চলে যায় না)
সাদিয়া জান্নাতের ফেসবুক থেকে...
বিবার্তা/মহসিন