পরিশ্রম, মেধা, জনপ্রিয়তা, যোগ্যতা, ত্যাগের মূল্য নেই!

বর্তমান রাজনীতিতে
পরিশ্রম, মেধা, জনপ্রিয়তা, যোগ্যতা, ত্যাগের মূল্য নেই!
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৬, ১৬:৫৬:৫৭
পরিশ্রম, মেধা, জনপ্রিয়তা, যোগ্যতা, ত্যাগের মূল্য নেই!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আমার ব্যক্তিগত মতামত। বর্তমান রাজনীতিতে পরিশ্রম, মেধা, জনপ্রিয়তা, যোগ্যতা, ত্যাগ, ভালো সংগঠক এসবের কোনো মূল্য নেই। এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা কোনোদিন নেতা হতে পারে না... কিন্তু আপনি কোনোদিন চিন্তা করেননি দেখবেন হঠাৎ করে একজন অচেনা মুখ বড় পদে নির্বাচিত হয়ে যায়।
 
মানুষ বলে নেতৃত্ব দেয়াটা নাকি ভাগ্যের বিষয়, যদি তাই হয়.....তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন.. বিরোধী দলে থাকার সময় যারা নেতা হয় তখনতো দেখি ত্যাগী,পরিশ্রমী, পুলিশের মাইর খাওয়া কর্মীরা নেতা হতে পারে.....
 
কিন্তু সরকারি দলে থাকার সময় দেখি হঠাৎ একজন অচেনা মুখ বড় নেতা হয়ে যায়, যাকে বিরোধী দলে থাকার সময় কোনোদিন তার অস্তিত্ব খুঁজে পাননি.. এখন আপনারা বলুন কোনটা ভাগ্য??
 
আসলে কী সব কিছুই ভাগ্যে নাকি কিছু মানুষ নিজের স্বার্থ হাসিলের কারণে অচেনা মানুষগুলোর ভাগ্যে নিজেরাই তৈরী করে দেয়? আমরা মুখে বলি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি কিন্তু কয়জনে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করি?
 
আমরা মুখে বলি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই একসাথে কাজ করে যাবো, কয়জনে আমরা তা পালন করি? আমরাতো নিজেরাই নিজেদের ক্ষতি করার চেষ্টা করি..
 
এখনো সময় আছে আমাদের উচিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করা আর যারা নিজের স্বার্থের জন্য হাইব্রীডদের জায়গা করে দিচ্ছেন দেখবেন এই হাইব্রীডরা একদিন আপনাকে ছোবল মারবে....... আর এই ছোবল থেকে কিন্তু রক্ষা করবে আপনার অবহেলিত সেই ত্যাগী কর্মীরা।
 
তাই আমি বলবো, এখনো সময় আছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যদি সত্যিই ভালোবাসেন, এই দেশকে যদি সত্যিই একটি আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করুন আর দল থেকে হাইব্রীড বের করে দিয়ে ত্যাগী কর্মীদেরকে মুল্যায়ন করুন। এতে আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনবে।
 
আমাদের ১৬ কোটি বাঙালীকে যদি আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভালোবাসতে পারেন ... তাহলে আমাদের ১৬ কোটি বাঙালীরও কিন্তু দায়িত্ব আমাদের প্রাণের নেত্রী মমতাময়ী জননী ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজের স্বার্থ ত্যাগ করে কাজ করা।
 
আমরা ১৬ কোটি বাঙালী কতটুকু পেরেছি প্রাণের নেত্রীর এই ভালোবাসার মুল্যায়ন দিতে? খুব কষ্ট হয় আমার, মমতাময়ী মায়ের ভালোবাসা শুধু আমরা নিতে শিখেছি। সত্যিই মা তোমার ভালোবাসার কাছে আমরা ১৬ কোটি বাঙালী চিরঋণী।
 
জেসমিন শামীমা নিঝুমের ফেসবুক থেকে
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com