কর্মীর রক্তে ভিজে যায় রাজপথ শেষ
মিছিলে কে লাশ হবে কে দেবে অভিমত
কপালের ঘাম শুকিয়ে যায় স্লোগানে
মুখরিত কণ্ঠ ও মিলিয়ে যায়।। মিছিলে
স্লোগানে মুখরিত ক্যান্টিনে জমে থাকা
চায়ের কাপের টুংটাং শব্দ পড়ে থাকে
পেছনে, আলোচনার টেবিলে থাকা
পত্রিকার পাতা খুলে দেখার সাহস কার
ধুলো জমে চায়ের কাপে- ধুলো জমে
পত্রিকার পাতায় প্রাণের মেলা খুঁজে
নেবে কোনো এক প্রজন্ম ক্ষমতা মনের
অজান্তে লড়াইয়ে নামে নিজের অস্তিত্বের
সাথে। ধুলো জমেছে আমাদের মগজে মগজে
পোস্টমর্টেম করবে হয়তো
কোনো এক সুশীল। আশার বাতি জ্বেলে
কতো রজনী কেটেছে তবুও দায়ভার
অন্যের উপর দিয়েই আজ দিকভ্রান্ত
পথিক তার পথ খুঁজে ফেরে, ফেরারি
সময়ে কেউ নিজগৃহে বন্দী- অতীতের
জয়ের গর্বিত ঝুলিটি শকুনের নজরে
প্রগতির নামে ঐতিহ্যকে চিবিয়ে খাচ্ছে
একদল, ঘুনে ধরা মগজ আবার জেগে
ওঠার অপেক্ষায়- পথিকের পথচলা
থামবে না, আবৃত্তির কণ্ঠস্বর ও কেউ
রোধ করতে পারবে না, মিছিলে
স্লোগানে মুখরিত হবে ক্যাম্পাস বাতাসে
বিদ্রোহী গান আবার জন্ম দেবে প্রানের মেলার।।
ফারজানা আক্তার সুপর্ণার ফেসবুক থেকে