প্রত্যেকটা পেশার মানুষ শুধু নিজের অবস্থার উন্নতি চায়। একমাত্র রাজনীতি যারা করে তারা চায় তার পাশের মানুষটি, তার প্রতিবেশীর কারো উন্নতি হোক, সমাজের উন্নতি হোক। কারণ একজন রাজনীতিবিদ চায়, তার পাশের মানুষ, প্রতিবেশী ও সমাজ উন্নত হলেই সে বিপদে আপদে তাদের পাশে পাবে, তার উন্নতি হবে।
বিশেষ করে ছাত্রলীগ যারা করে তারা সকল ছাত্রলীগের নেতাকর্মীর মঙ্গল চায়। ছাত্রলীগের কারো চাকরি বা ব্যবসার ব্যবস্থা হলে মনে হয় সমগ্র ছাত্রলীগের হয়েছে। একজন ছাত্রলীগ কর্মী বিশ্বাস করে, তার কর্মী বা নেতার উন্নতি হলেই তার হবে। সমগ্র ছাত্রলীগই একটি পরিবার।
এইচ এম আল-আমীন আহমেদের ফেসবুক থেকে
বিবার্তা/নিশি