সম্ভবত ১৯৮৯ সালের ঘটনা। ৯০ পার্সেন্ট নম্বর পেয়ে এক ছেলে সারাদেশে এসএসসি পরীক্ষায় প্রথম হয়েছিল। তখন কোনো এক ম্যাগাজিনে তার সাক্ষাৎকার পড়ছিলাম। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কম্পিউটারের আবিষ্কারক কে? ছেলেটির উত্তর দিয়ে তারা শিরোনাম করেছিল এসএসসিতে প্রথম অমুক এই জিনিস জানে না।
তখনো বুড়ো লোকজন হায় হায় করে প্রলাপ বকেছেন, তাদের সময় নাকি শিক্ষার এভারেস্টসম মান ছিল।
একটি প্রাইভেট টেলিভিশনের ঠিক একই রকম একটি রিপোর্ট নামক বস্তু সোশ্যাল মিডিয়ায় ঘুর ঘুর করছে। ক্যামেরার সামনে কয়েকজন কিশোর-কিশোরীকে কয়টি তথ্য জানতে চেয়ে তালেবর রিপোর্টার শিক্ষার মান নিয়ে বিরাট রায় দিয়ে দিলেন। সেটা নিয়ে নানান নর্তন-কুর্দন দেখছি। কোনো সমীক্ষা ছাড়া রিপোর্টার এমন রায় দিতে পারেন না।
পুরো রিপোর্টটি একেবারে ভারসাম্যহীন ইচ্ছাপূরণের রিপোর্ট। আমাদের শিক্ষা অতীতে যেই ‘কদু’ ছিল বর্তমানেও সেই ‘লাউ’। বুড়োদের আক্ষেপের কিছু নেই।
গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী/কাফী