স্মার্ট শিক্ষিত ছেলেরা যখন অশিক্ষিতের মতো কথা বলে তখন মনে হয়, এদের পড়ালেখা করে শিক্ষিত হবার দরকারটা কি ছিল???
প্রায় সময় অনেক ছেলে কলিগরা প্রশ্ন করে ‘আপুরা আপনারা চাকরি করেন কেন? আপনাদের একজনের আয় দিয়ে কি সংসার চলে না?’
কি অদ্ভুত কথা !!!
বউরা বাসায় থাকবে, বাচ্চা পালবে।এতে সংসার ও বাচ্চা পালন ভালো হবে। চাকরি করার দরকার কি!!!
বিশ্বায়নের এই যুগে কত নিচু মানসিকতা!!!
সবাই কি শুধু টাকার জন্যই চাকরি করে? যাক, যার যে শিক্ষা আর মানসিকতা সে তাই বলবে। এটাই স্বাভাবিক।
আমি বিশ্বাস করি মেয়েরা নিজেদের সম্মান করে বলেই চাকরি করে। আর ঘরের কাজও কিন্তু কাজ। এটাকে অসম্মান করার সুযোগ নেই।
তনমী হোসাইনের ফেসবুক থেকে
বিবার্তা/জিয়া