আমি সত্যি খুব ভয় পেয়েছি। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের আরেকটি কালো দিন। আতঙ্কে আমার গা হাত পা কাঁপছে।
এসপি বাবুল আক্তার আমার কাছে স্বপ্নের নায়কের মতো। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে বাবুল আক্তার ছিলেন একটি প্রতীক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রামের বন্ধুবান্ধবদের কাছে তার যত গল্প শুনেছি কোনো নায়কেরও তত গল্প শুনিনি।
আজ সাত সকালে উঠে শুনলাম বাবুল ভাইয়ের স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি মহোদয় কী বলবেন এখন - বিচ্ছিন্ন ঘটনা? জেনে রাখুন, ব্লগার লেখক ভিন্নমতের মানুষ হত্যাকারীদের এতদিন যে ছাড় দিয়েছেন এ তারই ফল। আজকে ওরা জানিয়ে দিয়ে গেল ওরা যাদের শেষ করে দিতে চায় তাদের স্ত্রী-সন্তানরাও নিরাপদ নয়।
আপনারা যারা বাংলাদেশকে এতোটুকুন ভালোবাসেন গভীরভাবে চিন্তা করুন, কী ভয়াবহ অনিশ্চয়তায় আমরা রয়েছি। আপনাকে আমাকে হত্যা করা হবে, এই ভয়ের পাশাপাশি যুক্ত হলো আমার আপনার প্রিয়জনদের হত্যার ভয়। এর চেয়ে ভয়াবহ আতঙ্কের আর কী হতে পারে? অন্যায়ের বিরুদ্ধে লড়তে যারা নিজের মৃতুভয়কে পরোয়া করতেন না, আদর্শের লড়াইয়ে কখনো হারতে চাইতেন না তাদের জীবনে কঠিন একদিন আজ।
বাবুল আক্তারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করা হোক। আমি শুধু বুঝতে পারছি, একজন সৎ আদর্শবাদী পুলিশ কর্মকর্তা ও একজন সৎ আদর্শবাদী সাংবাদিকসহ আদর্শবাদী লড়াইয়ের ন্যায়-নীতিতে যারা আছেন তাদের জন্য এ এক কঠিন সময়।
শরীফুল হাসানের ফেসবুক থেকে
বিবার্তা/নিশি