বলতে পারবেন ১৯৭১ সালের পূর্বে এদেশে কয়জন ধনী মানুষ ছিল ? লাখপতি ছিল বলতে গেলে ১২ থেকে ১৫টি পরিবার। আজকে এত্ত এত্ত কোটিপতি। এটা কিন্তু ছয় দফার কারনেই সম্ভব হয়েছে। যদিও এই ধনকুবেরদের একটা বিরাট অংশ ছয় দফাকে অস্বীকার করে।
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্বপাকিস্তানের জনগণের মাথাপিছুআয় ছিল ২৮৮ টাকা, সেখান থেকে ১৯৬০ সালে মাথাপিছুআয় কমে দাঁড়াল ২৭০ টাকার কাছাকাছি। অপরদিকে পশ্চিম পাকিস্তানের জনগনের মাথাপিছুআয় ছিল আমাদের প্রায় কাছাকাছি, সেখান থেকে ১৯৬০ সালের দিকে বেড়ে দাঁড়াল ৩৬৮ টাকা।
পুরো পাকিস্তানের সবচেয়ে অর্থ লাভকারী খাত ছিল পাট, যা এই বাংলা তথা তৎকালীন পূর্ববাংলায় উৎপাদিত হতো, অথচ জাতীয় উন্নয়ন বাজেটে এই পূর্ব বাংলায় বরাদ্দ থাকতো ১৫ থেকে ২৩ ভাগ মাত্র। জনসংখ্যা সমান থাকা সাপেক্ষেও মাত্র ২০ থেকে ২৩ ভাগ পূর্ব বাংলার নাগরিককে চাকুরীর সু্যোগ দেয়া হত, তাও নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত তারা প্রমোশন পেত।
এই ছয় দফাই ছিল পাকিস্তানের কবর রচনা, কফিন নির্মাণ। বঙ্গবন্ধু বললেন পাকিস্তান হবে ফেডারেল রাষ্ট্র, প্রত্যেকটি প্রদেশ পাবে স্বায়ত্ত্বশাসন। কেন্দ্রীয় সরকার কেবল নিরাপত্তা এবং বিদেশনীতি দেখবেন। আর কর, চাকুরী এসব প্রাদেশিক সরকার দেখভাল করবেন। এটাই হল বাঙ্গালীর মুক্তির সনদ।
আর এর বাস্তবায়নে ডাক দিলেন তুমুল আন্দোলনের। যার ফলাফল মুক্তিযুদ্ধ - স্বাধীনতা, বস্তুত তিনি যেটি আসলে চেয়েছিলেন.....
ডিএসএম শাকিলের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী