২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা রাজস্ব সার্কেলে যোগ দেওয়ার পর ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস প্রথমবারের মত আকস্মিক পরিদর্শনে যাই। ফতুল্লা বাজারের পাশে এ অফিসের অবস্থান হলেও ফতুল্লা বাজারের অলিগলি ঘুরে এ অফিসে ঢুকতে গিয়ে হোঁচট খেতে হয়েছে।
দূরদূরান্ত হতে আসা লোকজন একটি সরকারি অফিসের প্রবেশের পথ খুঁজে পাবে না, এমনটি ভাবা যায় না। অফিস প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, থানার ওয়াল সংলগ্ন লম্বালম্বিভাবে কিছু স্থানে ফতুল্লা বাজারের ময়লা আর্বজনা ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জরুরি পদক্ষেপ নিয়ে এ ইউনিয়ন ভূমি অফিসের মালিকানাধীন জায়গায় ময়লা আর্বজনা ফেলে রাখা ০.০৩ একর ভূমি উদ্ধার করা হয় এবং এ স্থানটি দিয়ে অফিসের প্রবেশ পথ তৈরি করে রাস্তার দু-পাশে সারিবদ্ধভাবে বৃক্ষ রোপণ করা হয়।
রাস্তার দু-পাশের ওয়ালে ভূমি সংক্রান্ত সচেতনতামূলক কিছু উক্তি লিখে দেয়া হয়, যা থেকে জনগণ ভূমি ব্যবস্থাপনা এবং ভূমিসেবা সংক্রান্ত কিছু তথ্য পাবে। অফিসের জন্য একটি প্রবেশ পথ তৈরিতে অফিসটিও তার পূর্ণতা ফিরে পায়।
একবার হোঁচট খাওয়া থেকে যদি এরূপ নতুন পথের সৃষ্টি হয়, তবে এমন হোঁচট যেন আরও আসে --যা খুলে দিবে এরূপ অনেক নতুন দুয়ার।
নাহিদা বারিকের ফেসবুক থেকে
বিবার্তা/জিয়া