ভার্চুয়াল মিডিয়াতে কিছুদিন বিতর্ক ছিল ‘ হাইব্রিড রাজনীতিবিদ’ নিয়ে । কম বেশি সবার লেখাই পড়েছি ।
এখন সবাই চুপচাপ দেখে মনে হলো আরেকটি ইস্যু'তো অক্ষত রয়ে গেলো । এই ইস্যুটি তুলে দিলে কেমন হয় !
তাহলে আরো কিছুদিন ভার্চুয়াল মিডিয়া গরম থাকলো, মন্দ কি !
আমি জানি এই শব্দটি উচ্চারণ করলেই অনেকের ভিতরই খচখচানি শুরু হবে । কারণ কেউ কেউ প্রকাশ্যে ছিলেন কেউ গোপনে ছিলেন । শব্দটি হলো ‘সংস্কারবাদী’।
বিতর্কের বিষয়টি হলো ---
যেকোনো রাজনৈতিক দলের জন্য কে বেশি ক্ষতিকর ‘হাইব্রিড নাকি সংস্কারবাদী ’?
আশরাফুল আলম খোকনের ফেসবুক থেকে...
বিবার্তা/মৌসুমী