পৃথিবীর যেখানেই যাই, ফেব্রুয়ারীর দুপুরে কোকিলডাকা ক্যাম্পাস, তারপর একটু ধূলায় ধূসর বইমেলায় যাওয়া টিএসসি পার হয়ে; মার্চ-এপ্রিলের জারুল-কৃষ্ণচূড়া-সোনাল ফুলের সমারোহ ভরা ক্যাম্পাস, কিন্তু তারচেয়েও বেশি লাইব্রীরর সামনের নিমগাছে হাল্কা বেগুনি ফুল; বর্ষায় কদম; শীতে কলাভবনের সামনে ভাপা পিঠা আর চা-র মতো অমৃত আর অমৃত টুকরো ক্ষণ আর কোথাও পাইনি।
বিদ্যুতহীন ক্লাসের ফাঁকে টিচার্স লাউঞ্জ, মধুর ক্যান্টিন।
নীলক্ষেতের পুলিশ ফাঁড়ি পার হয়ে এ আর রহমান হলের সামনের রাস্তা দিয়ে, কিংবা শাহবাগ পার হয়ে চারুকলা থেকে টিএসসি হয়ে দোয়েল চত্ত্বর-কার্জন হল। আমার নিজস্ব এলাকা।
ভুল হোক, শুদ্ধ হোক, সমালোচনা থাক। আমি নিজেও করি। এর বাইরে আমার নিজস্ব কোন ভূবন এখনো নেই।
শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়।
কাবেরী গায়েনের ফেসবুক থেকে.......
বিবার্তা/নাজিম