ঘটনার পরদিনই ভুলে যাবার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছি

ঘটনার পরদিনই ভুলে যাবার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছি
প্রকাশ : ০৩ জুলাই ২০১৬, ১৪:৪২:১৪
ঘটনার পরদিনই ভুলে যাবার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
গুলশান ঘটনা শেষ। হাজার বার, নানান ভাবে চাইলেও আপনি আমি আমরা কোনোদিনও অনেক প্রশ্নের উত্তর পাব না কোন কালে - 
 
কারা কারা, কয়জন হামলা করল? তাদের নাম ঠিকানা, পরিবার? হলি আরটিসান এর ভিতর এ কয়জন জিম্মি ছিল শুরু থেকে? রেস্টুরেন্ট এর সার্ভিস বয়গুলো গেল কই? ভিতরে মরল কয়জন, কখন কিভাবে? জিম্মিকারিদের পিছনে কে ছিল? এরা কি আই এস এর সদস্য ছিল? সিসি টিভি ফুটেজে কি দেখা গেল? হামলাকারিরা ফোনে কার কার সাথে কথা বলেছিল? শেষের অভিযান কি জীবিত উদ্ধারের জন্য ছিল? 
 
এরকম প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা কেউই পাব না। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কালকে যারা মারা গেল তাদের পরিবারটাই শুধু ঈদ করবে না। তাছাড়া পুরো দেশ আনন্দে ঈদ করবে দুইদিন পর। সবগুলো প্রতিষ্ঠানে ঈদের বিশেষ প্রস্তুতি দেখাচ্ছে, পরিবারেও। 
 
আমরা উত্তর না পেতে পেতে ঘটনার পরদিনই সব ভুলে যাবার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছি বহুদিন হলো !
 
নীরব খানের ফেসবুক থেকে 
 
বিবার্তা/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com