আপনাদের কেন মনে হলে সরকার গবেষণা না করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছেন। নাকি সব জ্ঞানের বহর আপনাদের কাছেই আছে? আর সবাই গণ্ডমুর্খ।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশপ্রেম নাই আর আপনাদের পেট ভর্তি দেশপ্রেম- এই যুগে এসে এইটাও ভাবতে হবে? এইটা ভাবার আগে মরণ হওয়া ভালো! যারা বিরোধিতা করছেন তাদের অতীতও আমরা জানি।
আপনাদের ভাবগুরুরাই আমাদের মহান মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে আখ্যা দিয়েছিলো।
বঙ্গবন্ধু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র করার সময়েও আপনারা প্রকৃতি ধ্বংস হয়ে গেলো বলে অনেক চিৎকার করেছেন। শেখ হাসিনা আপনাদের তোয়াক্কা করেননি। আর এখন আপনারা সেই সম্মেলন কেন্দ্রে বসেই জাতির উদ্যেশ্যে বড় বড় লেকচার দেন।
মেট্রো রেলের ঝাঁকুনিতে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গবেষণা কার্যক্রম ব্যাহত হবে! মূর্খদের মতো এসব কথাও আপনারা বলেছেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে, সেই বিদ্যুতের ঝলকও আপনারাই ভোগ করবেন। মেট্রোরেল হবে। সেই রেলেও আপনারাই চড়বেন।
আচ্ছা আপনারা যে গাছ গেলো, গাছ গেলো শুধু চিৎকার করেন, বুকে হাত দিয়ে বলেনতো জীবনে কয়টা গাছের চারা রোপন করেছেন?
আশরাফুল আলম খোকনের ফেসবুক থেকে
বিবার্তা/জিয়া