ফ্রান্সের প্রধানমন্ত্রী সেখানকার সন্ত্রাসী হামলার পর আজ (শুক্রবার) সন্ধ্যায় টেলিভিশন ভাষণে বলেছেন, আমাদের এখন থেকে এই ধরনের সন্ত্রাসী হামলার মাঝেই বাস করতে হবে!
সে যখন এই কথা বলছিলো, আমি তখন নিজের চোখ কপালে তুলে তার মুখের দিকে ভালোভাবে তাকিয়েছিলাম। পরিষ্কার বুঝা যাচ্ছিলো একজন পরাজিত মানুষের মুখ; যার কাছে এর কোনো উত্তর নেই।
তার মুখের দিকে তাকিয়ে আমারই চোখে পানি চলে এসেছে। এইতো মাত্র কয়েক সপ্তাহ আগে আমাদের প্রিয় শহর ঢাকাতেই যে কিছু অমানুষ, চার পেয়ে হিংস্র প্রাণী ঝাপিয়ে পড়েছিলো! আমরা না বুঝতে পারলে আর কে বুঝবে ফ্রান্সের অবস্থা!
চিন্তা করা যায় প্রবল পরাক্রমশালী ফ্রান্সের প্রধানমন্ত্রী কিনা বলছেন, আমাদের এই ধরনের সন্ত্রাসী হামলার সাথে অভ্যস্ত হতে হবে! অনেকটা হাল ছেড়ে দেয়ার মতো মন্তব্য!
এ কেমন হিংস্র, অমানবিক অস্থির পৃথিবী আমরা সবাই মিলে গড়ে তুললাম। প্রতিটা মানুষের মনে হয় সময় এসেছে নিজেদের দায় বুঝে নেয়ার।
আমিনুল ইসলামের ফেসবুক থেকে
বিবার্তা/নিশি