আজ অনেক রথি-মহারথি ধাপ্পাবাজরা দাপটের সাথে ডিজিটাল রাজনীতি করে বেড়াচ্ছেন। কিন্তু সেই দিন কোথায় ছিলেন আপনারা? কী ছিল আপনাদের ভূমিকা?
আজ অনেকেই খলনায়ক থেকে নায়ক বনে গেছেন। এমন ভাব- যেন নেত্রীর জন্য জীবন দিয়ে দেবেন। আসলে কিন্তু দেবেন না জানি। সান্ত্বনা কি জানেন, ওই যে নেত্রীর বক্তব্যটা- ক্ষমা করেছি, কিন্তু ভুলি নাই!!
ছাত্রলীগই ছিল, সকল সংকটে। ছাত্রলীগই আছে সকল যন্ত্রণা সহ্য করে। ছাত্রলীগই থাকবে আবারও যদি দুর্যোগ আসে।
সিদ্দিকী নাজমুল আলমের ফেসবুক থেকে