জঙ্গি ও মেস সমাচার

জঙ্গি ও মেস সমাচার
প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ২১:২৮:১৭
জঙ্গি ও মেস সমাচার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
জীবনের প্রয়োজনেই পরিবার পরিজন ছেড়ে অনেককেই থাকতে হয় মেসে। বাস্তবসম্মত কারণেই অনেক শিক্ষার্থী ও ব্যাচেলর চাকরিজীবিদের ঢাকা ও বিভিন্ন শহরে মেস করে থাকতে হয়।
 
শহরমুখী মানুষগুলো জীবিকার প্রয়োজনে, নয়তো উন্নত শিক্ষার্থে বাড়ি ছেড়ে আসে শহরে।
সব পরিবারের সামর্থ্যও সমান নহে, এলাকার নিজ বাড়িঘর ফেলে রেখে ফ্যামিলি বাসা নিয়ে শহরে থাকাও সম্ভব নহে।
 
এই বাস্তবতাতেই শহরগুলোতে গড়ে ওঠে মেস বা ব্যাচেলরদের থাকার বাসস্থান। এই বাস্তব চিত্র ছাড়াও, অন্য চিত্রও ফোটে উঠেছে মেসগুলোকে নিয়ে, আর সেটা হচ্ছে জঙ্গি নিবাস।
 
পরিবার পরিজন ফেলে, ভুল পথে বিভ্রান্ত হয়ে, আমাদের সমাজেরই কিছু মানুষ, মনুষ্যত্ব বিলীন করে হয়ে যায় অমানুষ।
 
আমার, আপনার প্রতিবেশী/আত্মীয়স্বজন যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সামাজিক বাস্তবতায় যারা মেসে থাকে, তাদের খুবই নগণ্য পরিমাণই জঙ্গি। এদের বেশিরভাগই শান্তিপ্রিয় মানুষ, আগামী দিনের দেশ গড়ার কারিগর ছাত্র- ছাত্রী। যাদের নিতান্তই প্রয়োজনে মেসে থাকতে হয়, তাদের এখন দিনপাত করতে হচ্ছে উৎকণ্ঠায়। 
 
যাদের পরিবারের সদস্যরা থাকছে তাদেরও চিন্তার শেষ নেই। যারা বাড়িতে মেস ভাড়া দেন, তারাও আছেন উৎকণ্ঠায়। জঙ্গিরা সংখ্যায় কিন্তু অতি নগণ্য। এ নগণ্য সংখ্যার উদভ্রান্তদের, সমাজ থেকে নির্মূল করা মোটেই অসাধ্য কাজ নয়।
 
মানবিক মূল্যবোধ জাগ্রত করে, দরকার শুধু সামাজিক সচেতনতার। আপনার বাড়িতে যদি মেস ভাড়া দিয়ে থাকেন, তাহলে...
 
- কারা থাকছে তাদের প্রত্যেকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হোন।
- মেসের প্রতিটি সদস্য, কে কী করে তা সম্পর্কে জানুন।
- প্রত্যেক সদস্যের পরিবারের সদস্যদের সাথে কথা বলুন, তাদের মেসে থাকার কারণ সম্পর্কে নিশ্চিত হোন।
- বিনা নোটিশে হঠাৎ করে মাঝেমাঝেই মেস পরিদর্শন করুন।
- কোনো প্রকার জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহ হলে নিকটস্থ থানায় জানান।
 
আপনার আত্মীয়স্বজন, ভাই-বোন যদি মেসে থাকে তাহলে...
 
- সবসময় আপনার পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখুন।
- সেই মেসে থাকা কোনো সদস্য যদি জঙ্গি কার্যক্রমে জড়িত বলে সন্দেহ হয়, তাহলে ওই মেস, অবশ্য পরিত্যাগ করা উচিৎ।
- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিদ্রুত জানাতে বলুন।
- যদি অল্টারনেটিভ থাকার যায়গা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করতে না পারে, কোনো প্রকার দেরি না করে থানায় জানিয়ে বাড়ি চলে আসতে বলুন।
 
আপনার পাশের বাসায় যদি জঙ্গি কার্যক্রম চলার সন্দেহ হয়...
- তীক্ষ্ণ দৃষ্টি রাখুন।
- শান্তিপ্রিয় সব প্রতিবেশীকে জানান।
- নিকটস্থ থানায় জানান।
 
নিজ স্বার্থ উদ্ধারে, কাউকে অযথা হয়রানি করার জন্য জঙ্গি অপবাদ দেবেন না। লাখো শহীদের রক্তে কেনা আমার মা, মুষ্টিমেয় জঙ্গির থাবায় কলঙ্কিত হতে পারে না।
 
আমার দেশ, আমার মা।
শান্তিপ্রিয় সকলের।
জঙ্গির ঠাই মার কোলে হবে না।
 
দিপক কুমার বণিক দিপুর ফেসবুক থেকে
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com