নিজের কিছুই ভালো লাগে না আমাদের। নিজের বাড়ি ভালো লাগে না, ঘর ভালো লাগেনা। বাড়ির পাশের খাল, বিল, নদী, সাগর, পাহাড়, অরণ্য কিছুই ভালো লাগে না। নিজের দেশ, দশ, বাজার, বন্দর কিছুই ভালো লাগে না। নিজের ভাষা, সিনেমা, নাটক, গল্প, রূপকথা, মোবাইল ফোন, বেল্ট, মানিব্যাগ, সাইকেল, সাবান, সোডা, পেস্ট, কসমেটিকস, কিছুই ভালো লাগে না। নিজের স্যান্ডেল, জুতা, জামা, চাকরি-বাকরি (‘বাকরি’ কী জিনিস আমি বহুজনে ট্রাই করেও উত্তর পাইনি), নিজ দেশের সবুজ-নীলিমা আমাদের ভালো লাগে না।
ভালো লাগে পরদেশের টয়লেট। নিজ-দেশে এক সময়ের বিজ্ঞানী, দূরদেশে আজ দারোয়ান ! দেশগড়ার রাষ্ট্রীয় কাজ ফেলে দূরদেশে কতজন আজ ট্যাক্সি চালক ! দেশের পুলিশ ভালো না, আর্মি ভালো না ! তাহলে ভালো টা কি? কী চাই আমরা?
অভিযানে গিয়ে নিজের পুলিশ শহীদ হলে আমরা বলি, অদক্ষ ! নিজের পুলিশ সফল অভিযান চালালে আমরা বলি ‘রহস্যময়’। কী চাই আমরা? এই অপরিণামদর্শিতার পরিণাম কী হবে? নিজেরা আইন মানিনা, জীবনের ঝুঁকি নিয়ে যে কনস্টেবল প্রতিমুহূর্ত ট্র্যাফিক সামলাতে ব্যস্ত তাঁকে সুযোগ পেলেই গালি দিতে ছাড়ি না।
এদেশে বিশ্ববিদ্যালয় থেকে কত শিক্ষিত মানুষ বের হয়ে যাচ্ছে, কিন্তু সৎ খুঁজতে গেলে নাকাল ! এক সময় সন্তানেরা রেজাল্ট নিয়ে এসে ঘরে বসা বাবা-মাকে জড়িয়ে ধরে চুমু খেত। এখনকার ছেলে-মেয়েরা অপেক্ষা করে কখন বাবা ভোর রাতে প্রশ্ন নিয়ে আসবে ! কী চাই আমরা?
সুনীতি আজ আর ভালো নয়, ভালোবাসি দুর্নীতি ! এরপরেও বাংলাদেশ টিকে আছে, ভালোই আছে, এগিয়ে যাচ্ছে। এখন গাবতলিতে আর আগের মত জ্যাম পড়েনা, বিসিএসের ফর্ম জমা দিতে গিয়ে রবি’র দাপটে মাথা ঘুরে পড়ে না পাবলিক কলেজ/ বিশ্ববিদ্যালয়ের কোনো দুর্বল স্বাস্থ্যর তরুণ, এক কাপ চা শেষ হয়না, ফর্ম পূরণ শেষে দোকানীর বিল দেয়া শেষ !
মিরপুরের মানুষ ইদানিং উত্তরাতেও কফি খেতে যায়, দাউদকান্দির মানুষ নিয়মিত অফিস করে ধানমণ্ডি থেকে আবার দাউদকান্দি ফিরে যায়, বকশীবাজারে গেলেই মনে হয় বাড়ি চলে আসছি !
অনভ্যাসের ফলে সরকারি চাকুরে বেশী বেতন পেয়ে ঠিক বুঝে উঠতে পারেনা, কী করবে ! এখনো আমেরিকার মত কোন ছাত্র ক্লাসের ব্যাগে করে এক-৪৭ এনে গুলি করে সতীর্থ মারে না। তবে মড়ক লেগে গেল বলে !
চলুন একটু নিজেকে ভালোবাসি, পুলিশকে ভালোবাসি, ভালো না বাসি, অন্তত বিশ্বাস করি, এদেশকে ভালোবাসি, চিকিৎসাটা নিজের দেশেই করি, বুয়েট পাশ করা ছেলে-মেয়েকে দেশেই কাজ দেয়ার ব্যবস্থা করি, চলুন দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়া রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া, তপন চৌধুরী, পঞ্চমদের ফিরিয়ে আনি। চলুন না ভাই, এই কাজগুলো করি...
শেখ আদনান ফাহাদের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী